ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অছিমুদ্দিন সরকার (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মার্চ) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের পাটগ্রাম উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনের অদূরে কাঠালতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অছিমুদ্দিন সরকার ওই এলাকার নবীনগর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাঠালতলি এলাকায় রেল লাইন পার হওয়ার সময় বুড়িমারীগামী করতোয়া আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।