ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের নিম্নমানের ৬৮০০ বস্তা চাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
কক্সবাজারের নিম্নমানের ৬৮০০ বস্তা চাল জব্দ  ৬ হাজার ৮০০ বস্তা নিম্নমানের চাল জব্দ

কক্সবাজার: কক্সবাজারে সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ বস্তা নিম্নমানের চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল ও নিম্নমানের চাল মজুদের দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত একটি বাগান বাড়ি থেকে এসব ভেজাল ও নিম্নমানের চাল জব্দ করা হয়।  

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা সূত্র জানায়, মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সহায়তার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় দুই হাজার ১১২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হচ্ছে। ওই চাল সরবরাহ করার জন্য ‘সমতা ট্রেডার্স’ নামের একটি চাল সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানটি গোপনে উন্নতমানের চালের সঙ্গে নিম্নমানের চালের সংমিশ্রন করছিল।

নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ সময় ভেজাল চাল মজুদের সঙ্গে জড়িত থাকায় ‘সমতা ট্রেডার্স’র সুপারভাইজার ইকবাল গাজী নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জব্দ ভেজাল ও নিম্নমানের চালগুলো আপাতত খুরুস্কুল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।