শনিবার (১০ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আমজাদ হোসেন নেন্টু, আহম্মদ আলী, ছিদ্দিক, নাডু, বাদশা, রাজিব, নিমারী খাতুন, মুসা, আবুল হোসেন ও বাবুকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হরিপুর গ্রামের মুসা ও হেলাল মেম্বরের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুপুরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/