ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় বসন্তবরণ ও লোকসংস্কৃতিক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
চুয়াডাঙ্গায় বসন্তবরণ ও লোকসংস্কৃতিক উৎসব শুরু চুয়াডাঙ্গায় বসন্তবরণ ও লোকসংস্কৃতিক উৎসব শুরু

চুয়াডাঙ্গা: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী বসন্তবরণ ও লোকসংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

শনিবার (১০ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান ও বাউল শিল্পী হোসেন আলী সাঁই প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।