কথা হয় মেলায় সপরিবারে ঘুরতে আসা এনজিওকর্মী মামুনূর রশীদের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, পেশাগত কারণে স্ত্রী-সন্তানকে নিয়ে রাজশাহীতে থাকেন।
তিনি আরও বলেন, বেঁচে থাকার জন্য প্রয়োজন বিনোদনের। তাই সুযোগ পেলেই পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হন। চাকরিজীবী হওয়ার কারণে সপ্তাহের ছুটির দিন ঘোরাঘুরির জন্য বেছে নেন তিনি।
শনিবার (১০ মার্চ) বিকেলে বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মমতাজ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত ১১তম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘোরাঘুরির ফাঁকে এনজিওকর্মী মামুনূর রশীদের সঙ্গে বাংলানিউজের এ প্রতিবেদকের আলাপকালে এসব কথা বলেন তিনি।
সরেজমিনে দেখা যায়, মেলায় দর্শক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষের পদচারণায় বিকেল থেকেই মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
প্রবেশ পথের শুরুতেই তৈরি করা হয়েছে আকর্ষণীয় গেট। গেটের ওপর ও চারপাশ রাখা হয়েছে সাজসজ্জাসহ আলোকসজ্জার ব্যবস্থা। এরপর রয়েছে মেলায় প্রবেশের প্রধান গেট। দর্শক ও দর্শনার্থীরা সারিবদ্দভাবে প্রবেশ করছেন। প্রবেশ ও বাইরের পথে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মেলার ভেতরে প্রবেশ করতেই আলোক ঝিলমিল পানির ফোয়ারা চোখে পড়বে। এক কথায় পুরো মেলা ও আশেপাশের এলাকাকে রঙবেরঙয়ের বাতির আলোকসজ্জায় মুড়িয়ে দেওয়া হয়েছে। যা ভীষণভাবে আকর্ষণ করছে মেলায় ঘুরতে আসা সব দর্শনার্থীদের।
ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে স্টলে-স্টলে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সবাই পছন্দের জিনিসপত্র কেনা-কাটায় ছিলেন ভীষণ ব্যস্ত।
মেলায় ইয়াসির আরাফাত বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মেলায় এসেছি। পুরো মেলা প্রাঙ্গণ ঘোরাঘুরি করছি। ছেলে-মেয়েদের পছন্দের খেলনা ও কসমেটিকস সামগ্রীসহ বাসার জন্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র কেনা হয়েছে। সব মিলিয়ে পরিবারের সবাই মিলে পুরো সময়টা বেশ আনন্দ করেছি।
রুমানা আকতার, সুমি ইসলাম, উম্মে সালমাসহ একাধিক তরুণী বাংলানিউজকে জানান, বিগত সময়ের চেয়ে এবারের মেলা অনেক মানসম্পন্ন। সাজসজ্জাও দেখার মত। পরিবেশটাও অনেক আকর্ষণীয়।
তারা আরও জানান, পছন্দসই নানা ধরনের জিনিসপত্র ক্রয় করেছেন তারা। সময় পেলে আবারও মেলায় আসবেন বলেও যোগ করেন তারা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমবিএইচ/এসআরএস