ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সওজের জমিতে পুকুর খনন, মাটি যাচ্ছে ইটভাটায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
সওজের জমিতে পুকুর খনন, মাটি যাচ্ছে ইটভাটায় সওজের জমি দখল করে পুকুর খনন ও ইটভাটায় মাটি বিক্রি

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে পুকুর খনন করছে স্থানীয় একটি চক্র। পাশাপাশি সেই পুকুরের মাটি বিক্রি করা হচ্ছে স্থানীয় ইটভাটায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা এলাকায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় রুবেল, উজ্জ্বল, ছলিম ও কেরামত আলীসহ কয়েকজন।  

স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, সওজের জায়গা দখল করে বিশাল আকৃতির পুকুর খনন করায় বর্ষাকালে তাদের ফসল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ সময় পুকুরের দীর্ঘ বাঁধ অপসারণেরও দাবি জানান তারা।  

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, জমি দখল করে পুকুর খনন ও মাটি উত্তোলনের কাজে আমরা বাধা দিয়েছি। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই এমন কাজ চালিয়ে যাচ্ছে ওই চক্রটি।

একই বিভাগের কিশোরগঞ্জ সার্কেলের নির্বাহী প্রকৌশলী রাশিদুল আলম বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।