শনিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক নাজমুল উপজেলার পৌরসভার হাজিপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ও নাহিদ একই উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের আবদুল খালেক ছেলে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বাংলানিউজকে জানান, জোড়া খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ আলী (৩২) ও রবিন (২২) নামে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ড ভিআইপি সড়কের আবদুল চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/