শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় বিয়াম ফাউন্ডেশনের অনুষ্ঠিত সভায় ব্যাচের সকল সদস্যদের অনলাইন ভোটের মাধ্যেমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- হোসাইন মোহাম্মদ হাই জকী।
সাংগঠনিক সম্পাদক পদে- মোহাম্মদ আতিকুল মামুন, মো. আনোয়ার উজ জামান, মো. জানে আলম। কোষাধ্যক্ষ পদে- মো. আবু বাক্কার সিদ্দিক। উন্নয়ন ও গবেষণা সম্পাদক পদে- বিশ্বজিত দেব। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে- মেজবাহ উদ্দিন। আইসিটি সম্পাদক হলেন- মো. মুসফিকুল আলাম হালিম। দপ্তর সম্পাদক পদে- জ্যোতিশ্বর পাল। আইন বিষয়ক সম্পাদক পদে- মুহাম্মদ মাছাম্মদ মাছাব্বেরুল ইসলাম। সংস্কৃতিক বিষয়ক সম্পাদক- নুসরাত আজমেরী হক। উপকোষাধ্যক্ষ পদে হাসান মারুফ।
কার্য নির্বাহী সদস্য- মো. মতিউর রহমান, মোহাম্মদ শফিকুল ইসলাম, জহির ইমাম, সালমা খাতুন, মো. আজগর হোসেন, জিয়াউল ইসলাম চৌধুরি, মো. তরিকুল ইসলাম, নুরুল হাই মোহাম্মদ আনাছ, তাহামিলুর রহমান, সাবরিনা আফরিন মুস্তাফা, মোহাম্মদ আলী সিদ্দিকী, শীতেষ চন্দ্র সরকার, মির্জা ইমাম উদ্দিন, মো. জোবায়ের রহমান রাশেদ নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ১০ ,২০১৮
এনটি