শনিবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত রিফাত উপজেলার কুলানন্দপুর গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে ও ওমর ফারুক একই এলাকার মুকুল ইসলামের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুরে স্কুল ছুটি শেষে কয়েজন বন্ধু মিলে নদীতে গোসল করতে গেলে প্রথমে রিফাত নদীর পানিতে তলিয়ে যায়। এসময় রিফাতকে বাঁচাতে গিয়ে ফারুকও নদীর পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা চেষ্টা করে তাদের উদ্ধার করতে না পারলে রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে শিশু দু’টি মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
জিপি