রোববার (১১ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন-সাভারের আশুলিয়া থানা এলাকার আকবর আলীর ছেলে আব্দুল আজিজ (৫৫) ও দিনাজপুরের খানসামা উপজেলার সাহেব আলীর ছেলে শাহ জামাল (৪৫)।
পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আদর্শপাড়া এলাকায় হিমেল পরিবহনকে মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
এসআই মোয়াজ্জেম জানান, মরদেহগুলো ফাঁড়িতে আছে।
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআর