ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
রংপুরে বাসকে ট্রাকের ধাক্কা, নিহত ২

রংপুর: রংপুরের দমদমা এলাকার ইসলামপুর আদর্শপাড়ায় যাত্রীবাহী বাসকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। 

রোববার (১১ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-সাভারের আশুলিয়া থানা এলাকার আকবর আলীর ছেলে আব্দুল আজিজ (৫৫) ও দিনাজপুরের খানসামা উপজেলার সাহেব আলীর ছেলে শাহ জামাল (৪৫)।

পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, আদর্শপাড়া এলাকায় হিমেল পরিবহনকে মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়।  এসময় দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।   

এসআই মোয়াজ্জেম জানান, মরদেহগুলো ফাঁড়িতে আছে।  

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।