ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইটভাটার মালিক খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
গাজীপুরে ইটভাটার মালিক খুন গর্তে পড়ে থাকা সদু মন্ডলের মরদেহ দেখতে ভিড় স্থানীয়দের/ ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় সদু মন্ডল (৫৫) নামে এক ইটভাটার মালিক খুন হয়েছে।

শনিবার (১০ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত সদু মন্ডল বাঘিয়া এলাকার কলিম উদ্দিনের ছেলে।

 

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে সদু মন্ডলের সঙ্গে তার পরিবারের যোগাযোগ হয়। কিন্তু রাতে তিনি বাসায় ফিরেনি। রোববার সকালে (১১ মার্চ) বাঘিয়া এলাকায় বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণপাশে গর্তে সদু মন্ডলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। তার হাত পা ও গলা রশি দিয়ে বাঁধা ছিল।

স্থানীয় কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা বাংলানিউজকে জানান, সকালে এলাকাবাসী সদু মন্ডলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছে। নিহতের হাত-পা ও গলা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই গর্তে ফেলে পালিয়ে গেছে। সদু মন্ডল ইটভাটার মালিক ছিলেন বলেও জানান আজহারুল।

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।