রোববার (১১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মহিদুর রাম সাগর পাইকপাড়া গ্রামের মো. মোকছেদ আলীর ছেলে।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মেজর তালুকদার নাজমুছ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআইএস/