রোববার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার সময় উপজেলার শেরকোল ইউনিয়নের পমগ্রামের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেহীন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাঁরাদহ গ্রামের মৃত ইব্রাহিম আকন্দের ছেলে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হাফেজ মাওলানা আবু সালেহীন সকালে মোটরসাইকেলে করে সিংড়া যাচ্ছিলেন। পথে শেরকোল ইউনিয়নের পম গ্রামে একই দিকে যাওয়া মাটি বোঝাই একটি ট্রলিকে অতিক্রম করতে গেলে ট্রলিটি তাকে ধাক্কা দেয়। এতে ট্রলিটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরএ