রোববার (১১ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুর অর রশিদের নির্দেশে চান্দানা চৌরাস্তা এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চলানো হয়।
হোটেলগুলো হলো- দক্ষিণ বাংলা, রোজ গার্ডেন, ময়নামতি, রাজধানী, নিউ রাজধানী, রাজমনি, এশিয়া ও বিলাশ আবাসিক হোটেল।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরএস/ওএইচ/