ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি

খুলনা: ‘বিজেএমসির প্রয়োজন নাই’- অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত্ব পাটকল কর্মচারী ও কর্মকর্তারা।

রোববার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তারা প্রতিটি মিল থেকে বিক্ষোভ মিছিল করে প্লাটিনাম গেটে জড়ো হন। সেখানে সম্মিলিতভাবে কর্মচারী ও কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় বিজেএমসি খুলনা জোনাল প্রধান গাজী শাহাদাৎ হোসেন, ক্রিসেন্ট জুটমিলের প্রকল্প প্রধান এ কে হাজারী, প্লাটিনাম জুটমিলের প্রকল্প প্রধান মো. শাহজাহান, খালিশপুর জুটমিলের প্রকল্প প্রধান শফিকুল ইসলাম, স্টার জুটমিলের প্রকল্প প্রধান ফজলুর রহমানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) জন্মলগ্ন থেকে দেশের সোনালী আঁশ খ্যাত পাট বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনসহ খেলাধুলার ক্ষেত্রেও বিশাল সম্ভাবনা সৃষ্টি করেছে। তাই বিজেএমসির বিলুপ্তি বা এ প্রতিষ্ঠানের সম্মানহানীকর কিছু মেনে নিবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বিজেএমসি বন্ধ করে দেওয়ার পক্ষে অর্থমন্ত্রী

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।