রোববার (১১ মার্চ) দুপুরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। হান্নান উপজেলার ঘোষবেড় গ্রামের ইব্রাহিম কারীর ছেলে।
পুলিশ জানায়, স্থানীয় জয়রামকুড়া স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো ওই বখাটে। পরে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে দেয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন শুক্রবার (১০ মার্চ) রাতে ওই বখাটেকে ৬ মাসের কারাদণ্ড দেন। পরে রোববার দুপুরে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএএএম/ওএইচ/