ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুচলেকায় মুক্তি ৩৯ বিদেশির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
মুচলেকায় মুক্তি ৩৯ বিদেশির মুচলেকায় মুক্তি ৩৯ বিদেশির। ছবি: বাংলানিউজ

কক্সবাজার:  যথাযথ কাগজপত্র না থাকায় কক্সবাজার থেকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ৩৯ বিদেশি নাগরিককে আটক করে পুলিশ। এরপর কাগজপত্র যাচাই শেষে মুচলেকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

রোববার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে কক্সবাজারে অবস্থানরত বিদেশি নাগরিকদের পাসপোর্ট, ভিসা ও ওয়ার্ক পারমিট যাচাই-বাছাই করতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের মালভিটা পাড়ায় তল্লাশি চৌকি বসানো হয়।

 

সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশি চালিয়ে যথাযথ কাগজপত্র না থাকায় ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটকদের মধ্যে মালেয়শিয়া, কানাডা, সুইজারল্যান্ড, হল্যান্ড, ইটালিসহ অন্য দেশের নাগরিক ছিলেন। তারা বিভিন্ন এনজিওতে কর্মরত রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বাংলাদেশের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। এখানে বসবাস ও কাজ করতে হলে এদেশের আইন মেনেই করতে হবে। তাদের আটকের পর বাংলাদেশে অবস্থানরত তাদের দূতাবাসগুলোকে জানানো হয়। তাদের কাছে যে ওয়ার্ক পারমিট নেই সে বিষয়টিও জানানো হয়। পরে দূতাবাসের কর্মকর্তারা শিগগির ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করার আশ্বাস দিলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।