ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রাকচাপায় ট্রলিচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
রাজশাহীতে ট্রাকচাপায় ট্রলিচালক নিহত ট্রাকচাপায় নিহত ট্রলিচালকের মরদেহ নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে ট্রাকচাপায় লিটন হোসেন (২৫) নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন।

নিহত লিটন মহানগরীর বোয়ালিয়া থানাধীন চাঁদপুকুর এলাকার আকবর হোসেনের ছেলে।

রোববার (১০ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে মহানগরীর নওদাপাড়া বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরদের বরাত দিয়ে রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, লিটন ট্রলিতে ইট বোঝাই করে নওদাপাড়া আমচত্ত্বরের দিকে যাচ্ছিলেন। ট্রলিটি নওদাপাড়ায় এলাকায় পৌঁছালে একটি বাস ধাক্কা দেয়। এসময় ট্রলি থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে আরেকটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ আশরাফের মোড় থেকে ট্রাকটি আটক করে।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।