রোববার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় ফেডারেশনের নেতারা এ আশঙ্কার কথা জানান।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, উন্নত দেশগুলোতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ব্যাপক মূল্যায়ন করা হয়। কেননা মূল কাজটি তারাই সম্পাদন করেন।
‘প্রধানমন্ত্রী এমপিওভুক্তির আশ্বাস দিয়েছেন। সে কাজ দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় এ সমস্যায় পড়তে হয়, সেদিকে সচেতন থাকতে হবে। ’
এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার কিছুটা পরিবর্তন প্রয়োজন বলেও মনে করেন আরেফিন সিদ্দিক।
জিপিএ-৫ এর সমালোচনা করে এ শিক্ষাবিদ বলেন, জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের মানবিক গুণাবলী অর্জন করা প্রয়োজন কিন্তু তা সঠিকভাবে হচ্ছে না।
‘আমরা কোন ধরনের ছেলে-মেয়ে তৈরি করছি সে বিষয়ে আমাদের লজ্জা হওয়া উচিত। তারা অবলীলায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। ’
আলোচনায় অংশ নেন-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ, বেগম নূর আফরোজ আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতন, সিরাজ উদ্দীন আহমেদ, কাজী ফারুকসহ প্রমুখ।
বক্তারা বলেন, আমরা শুনেছি-গ্রেডিং পদ্ধতি অনুসরণ করে শিক্ষা-প্রতিষ্ঠানের এমপিওভুক্তি করা হবে। কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা-প্রতিষ্ঠানে নতুন করে গ্রেডিং করলে দুর্নীতি ও অনিয়মের আশঙ্কা রয়েছে।
তাই নতুন করে গ্রেডিং না করে বর্তমান সরকারের মেয়াদেই এসব শিক্ষা-প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করার দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এমএএম/এমএ