রোববার (১১ মার্চ) দুপুর ১২টা থেকে শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ক্রীড়া সংগঠন “ মাঠ চাই, মাঠ চাই ” স্লোগানে মুখরিত করে তোলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ।
মাঠ দু'টি রক্ষার দাবিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয়পার্টি নেতাকর্মীসহ পরিবেশবাদী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ, বাহারছড়া সমাজ কমিটি, বাহারছড়া মসজিদ কমিটি ছাড়াও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নেতাকর্মী এবং খেলোয়াড়রা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পিটিআই স্কুল বহুতল ভবনের নির্মাণ ও বাহারছড়া গোলচক্কর মাঠের চারপাশে বাউন্ডারি দিয়ে পার্ক নির্মাণ থেকে সরে আসতে হবে। আমরা সরকারের উন্নয়নের বিরুদ্ধে নয়।
বক্তারা আরো বলেন, খেলার মাঠে কোনো প্রকল্প নয়। আপনারা দু’টি মাঠ ছেড়ে শহরের অনেক খাস জমি রয়েছে সেখানে পার্ক ও ভবন করুন। কিন্তু দু’টি মাঠের দিকে নজর দেবেন না। আমরা রক্ত দিয়ে হলেও ভবিষ্যত প্রজন্মের জন্য মাঠ দুটো রক্ষা করবো।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী, সাবেক, ক্ষুদে, প্রমীলা খেলোয়াড় ও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা,
এর আগে বাহারছড়া চক্কর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এএটি