ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মানসিকতার সঠিক বিকাশে বই পড়ার বিকল্প নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
মানসিকতার সঠিক বিকাশে বই পড়ার বিকল্প নেই মানসিকতার সঠিক বিকাশে বই পড়ার বিকল্প নেই

হবিগঞ্জ: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, এখন জিপিএ-৫ অনেকেই পায়, লেখাপড়ায় অর্জন করছে ভাল ফলাফল। কিন্তু মেধা বিকাশের ক্ষেত্রে শুধু ফলাফলই নয়, প্রয়োজন রয়েছে বই পড়ার। মানসিকতার সঠিক বিকাশে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান রাজনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কাজে লাগে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নিয়মিত বই পড়তেন। তিনি বইকে খুব ভালবাসতেন এবং তার সঙ্গে বই থাকতো সবসময়।

রোববার (১১ মার্চ) দুপুরে ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করতে পারেননি।

কিন্তু তাদের নিয়ে আমাদের পড়তে হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষায় তাদের সম্পর্কে জানা এখন আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায়। মানসিকতার সঠিক বিকাশ ঘটাতে পেরিছিলেন বলে আজ তাদের এত খ্যাতি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।