রোববার (১১ মার্চ) দুপুর দুইটার দিকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক মাদক বিক্রেতারা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে জানে আলম (৩০) ও ফুলের ডেইলের আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (২০)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের কলাতলী সড়কের ডলফিন মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৯ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা জানে আলম ও আলমগীরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
টিটি/এএটি