রোববার (১১ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
নৌপ্রধান ১২ থেকে ১৪ মার্চ কাতারে অনুষ্ঠিত ষষ্ঠ দোহা আন্তর্জাতিক সমুদ্র মহড়া ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মিডল ইস্ট নেভাল কমান্ডারস কনফারেন্সসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সেখানে অবস্থানকালে তিনি কাতার নেভাল ফোর্সের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল মোহান্নাদি এবং ইতালির নৌবাহিনী প্রধান এডমিরাল ভাল্টার জিরারদেল্লীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
এছাড়া, নৌপ্রধান ওই আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বঙ্গবন্ধু’ এবং বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করবেন। ওই সফরের মধ্যদিয়ে কাতারসহ মহড়ায় অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে তিনজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
পিআর/এএটি