রোববার (১১ মার্চ) দুপুরে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. সামসুজ্জোহা এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার মীর রাকিবুজ্জামানসহ কয়েকজন দলিল লেখক দীর্ঘদিন ধরে জাল খতিয়ান, জাল দলিল তৈরি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দলিল লেখক লেলিনের অফিসে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে দলিল লেখক মীর রাকিবুজ্জামানসহ তার জালিয়াতি কাজের সহযোগিরা কৌশলে অফিস থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে ওই অফিসে তল্লাশি করে জাল সিল, জাল খতিয়ান ও জাল দলিল জব্দ করাসহ কালিয়াকৈর দলিল লিখক সমিতির নেতাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অফিসটি সিলগালা করে দিয়েছেন বলেও সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১১ মার্চ, ২০১৮
আরএস/এসআরএস