বাংলাদেশ এয়ারফোর্সের একটি এয়ারক্র্যাফটে করে দেশে পৌঁছানোর পর স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। তার আগেই ইউএস-বাংলার একটি এয়ারক্র্যাফটে করে স্বজনদের দেশে পৌঁছানো হবে।
এদিকে পিয়াস রয়, নজরুল ইসলাম ও আলিফুজ্জামানের মরদেহ শনাক্ত না হওয়ায় আজ ঢাকায় পাঠানো হচ্ছে না।
২৩ বাংলাদেশির মধ্যে রয়েছেন-উম্মে সালমা, আঁখি মনি, বেগম নুরুন্নাহার ও শারমিন আক্তার, নাজিয়া আফরিন ও এফ এইচ প্রিয়ক, -বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।
মোট এই ২৩ বাংলাদেশির মরদেহ শনাক্ত করা হয়েছে, যাদের জানাজা শেষে সোমবারই দেশে পাঠানো হচ্ছে।
অবশিষ্ট যে তিন বাংলাদেশির মরদেহ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ পরীক্ষা করতে হবে। তারা হলেন- নজরুল ইসলাম, পিয়াস রয় ও আলিফুজ্জামান।
নেপালে অবস্থানরত বাংলাদেশ মেডিকেল টিমের প্রতিনিধি দলের সদস্য ডা. সোহেল মাহমুদ এসব তথ্য জানিয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় আহত শাহীন ব্যাপারি নামে একজনকে রোববার বিকেলে ইউএস-বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে আনা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। প্লেন দুর্ঘটনায় আহত হয়ে ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।
** নেপালে দূতাবাসে সকাল ৮টায় জানাজা
আরো ৪ বাংলাদেশির মরদেহ শনাক্ত
ফ্লাইট বিএস২১১: সোমবার ফিরছে ১৭ বাংলাদেশির মরদেহ
ফ্লাইট বিএস২১১: সোমবার ফিরছে ১৭ বাংলাদেশির মরদেহ
প্লেন দুর্ঘটনায় আরও ৬ জনের মরদেহ শনাক্ত
প্লেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
ইইউডি/আরএ