ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

তাড়াশে গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
তাড়াশে গৃহবধ‍ূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে রোজিনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, ৮/৯ বছর আগে নোয়াখালী জেলার বাবা-মা হীন রোজিনাকে বিয়ে করে আনেন চর হামকুড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরুল ইসলাম।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। রোববার রাতে উভয়ের মধ্যে ঝগড়া হয়। সকালে নিজ ঘরে রোজিনার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী নুরুল ইসলাম পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।