সোমবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, ৮/৯ বছর আগে নোয়াখালী জেলার বাবা-মা হীন রোজিনাকে বিয়ে করে আনেন চর হামকুড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরুল ইসলাম।
বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। রোববার রাতে উভয়ের মধ্যে ঝগড়া হয়। সকালে নিজ ঘরে রোজিনার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
তাড়াশ থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ রয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী নুরুল ইসলাম পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএ