ওহিদুল ভোলা জেলার বাসিন্দা ও বর্তমানে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সোমবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ওহিদের পরিচিত তুহিন বাংলানিউজকে জানান, মোহাম্মদপুর বেরিবাঁধ সংলগ্ন তিন রাস্তা এলাকায় পিকআপ থামিয়ে মেরামতের কাজ করছিলো ওহিদুল। এসময় অসাবধানতাবসত নিজের পিকআপের ধাক্কায় আহত হন ওহিদুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ওহিদুলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
ওএইচ/