প্রাণ ফ্লেভার্ড মিল্ক-বাংলানিউজ বিপিএল টি২০ কুইজ ২০১৭’র সঠিক উত্তর দিয়ে কুইজে অংশ নিয়ে তারা পেলেন রেফ্রিজারেটর , কক্সবাজার ভ্রমণের জন্য সঙ্গীসহ এয়ার টিকিট ও হোটেলে থাকা, ৩২ ইঞ্চি এলইডি টিভিসহ আকর্ষণীয় সব উপহার। লটারিতে ১২ ক্যাটাগরিতে ২০ জনকে মেগা পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
সোমবার (১৯ মার্চ) দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের কনফারেন্স কক্ষে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা এসময় কাছে পান জাতীয় ক্রিকেট দলের তারকা শাহরিয়ার নাফিসকে। প্রিয় খেলোয়াড়ের সঙ্গে ছবি তুলে তারা উদযাপন করেন এ আনন্দ।
কুইজে প্রথম হয়ে রেফ্রিজারেটর জেতেন শংকর বাহাদুর, দ্বিতীয় হয়ে স্মার্ট টেলিভিশন পান আব্দুস সামাদ, তৃতীয় হন সাখাওয়াত হোসেন, তিনি পেয়েছেন কাপল এয়ার টিকিট ঢাকা-কক্সবাজার-ঢাকা।
এছাড়া চতুর্থ মো. বাপ্পী ও পঞ্চম অনিক হাসান স্মার্টফোন, শাহেদ ষষ্ঠ হয়ে জেতেন এয়ার কুলার, সৈকত তালুকদার সপ্তম পুরস্কারের ওভেন, জয়নাল আবেদীন কামাল অষ্টম হয়ে জেতেন রাইস কুকার।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাণ আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া আজিম হোসেন, প্রাণ ডেইরির ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ-হীর-রাফি, ম্যানেজার ডিজিটাল মিডিয়া খালেকুজ্জামান রিগান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আনিসুর রহমান ও বাংলানিউজের কনসালট্যান্ট এডিটর জুয়েল মাজহার, চিফ অব করেসপন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ, বাংলানিউজের হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন ও লাইফস্টাইল এডিটর শারমীনা ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর আসিফ আজিজ, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) মাহমুদ হাসান, ওয়েব ইন চার্জ অমিয় দত্তসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রাণ ফ্লেভার্ড মিল্ক-বাংলানিউজ বিপিএল টি২০ কুইজ-২০১৭ প্রতিযোগিতায় ৩৮ হাজার ৩১৫ জন অংশগ্রহণ করেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন পাঁচজন করে কুইজ চলাকালীন সময়ে মোট ১৮৪ জনকে ৩৬,৮০০ টাকার মোবাইল রিচার্জ দেওয়া হয়। বাছাইপর্বে লটারির মাধ্যমে ২০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসএ/এসআইএস