বিসিএস (বন) ক্যাডারের কর্মকর্তা সফিউল আলমের অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে ১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধান বন সংরক্ষক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সোমবার (১৯ মার্চ) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সফিউল আলম চৌধুরী ২০১৭ সালের ২৫ জানুয়ারি থেকে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এমআইএইচ/জেডএস ।