সোমবার (১৯ মার্চ) সকালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের নতুন বাবুপাড়ার মৃত হাফেজ উদ্দিনের ছেলে মুরাদ হোসেন (২৫), কয়া মিস্ত্রিপাড়ার সামসুদ্দিনের ছেলে শহীদ হোসেন (২২) ও বাঁশবাড়ির আমিন মোড় এলাকার আব্দুল কাদেরের ছেলে রকি (২১)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারীর উপ-পরিদর্শক কবির আহমেদের নেতৃত্বে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তিন গাঁজাসেবীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেন সহকারী কমিশনার।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিএ