গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ ৬৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
সোমবার (১৯ মার্চ) পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) অভিযান পরিচালনা করেন।
এসময় ওই কারখানা দুটির মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদফতরে তলব করা হয়। পরে এক শুনানি শেষে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ওই প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন। প্রতিষ্ঠান দুটির মধ্যে আইরিশ ফেব্রিক্স লিমিটেডকে ৫ লাখ ১৮ হাজার ৪০০ টাকা এবং মডার্ন ফিড মিলস লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
আরএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।