সোমবার (১৯ মার্চ) রাতে শশীর মামা শশুর আইনজীবী আসাদুজ্জামান বাংলানিউজকে একথা জানান।
তিনি জানান, বর্তমানে শশীর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে।
মানিকগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক রেজা হাসানের একমাত্র মেয়ে শশী। জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার ডা. মোজাম্মেল হকের ছেলে ডা. রেজায়ানুল হক শাওনের সঙ্গে প্রায় সাত বছর আগে বিয়ে হয় শশীর।
রাজধানী ঢাকার অভিজাত এলাকার নিজ বাড়িতে বসবাস করতে তারা। মাঝে মাঝে গ্রামের বাড়ি বেড়াতে যেতেন। শশী আইন বিষয়ে স্নাতকোত্তর পড়ছিলেন। আর ডা. শাওন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সপ্তম বিবাহ বার্ষিকী পালন করতে নেপালে গিয়েছিলেন শশী-শাওন দম্পতি।
শাওনের চাচাতো ভাই আপেল মাহমুদ জানান, একই দুর্ঘটনায় গুরুতর আহত শশীর স্বামী নেপালের কাঠমান্ডুতে চিকিৎসাধীন ছিলেন। পরে শাওনের বাবা ডা. মোজাম্মেল হক উন্নত চিকিৎসার জন্যে তাকে সিঙ্গাপুরে নিয়ে গেছেন। শাওন বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
ওএইচ/