সোমবার (১৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, এ কে নাসিম খান, সাইফউদ্দীন আহমেদ লেনিন, শফিক আদনান, আবু তাহের, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম খায়রুল প্রমুখ।
সভায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জঙ্গিবাদ, মাদক ও জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এসআই