তিনি বলেন, বইয়ে যে মনিমুক্তা। এটা অসাধারণ।
সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সপ্তাহব্যাপী বইমেলা-২০১৮ এর উদ্বােধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বইয়ের সঙ্গে প্রেম ও বন্ধুত্ব জমানোর চেয়ে বড় কিছু হতে পারে না। ব্রিটিশ নাগরিক জন্স ওয়ার্ড মিল্ক তার যুগে সর্বাধিক শিক্ষিত ছিলেন। তিনি কোনো বিদ্যাপীঠে যাননি। মহা গরিমায় বই থেকে জ্ঞান সঞ্জিত করেছেন। কোনো দিন ভারত যাননি। অথচ ভারত নিয়ে লিখেছেন ৬ খন্ডের ইতিহাস।
তিনি আরো বলেন, বই মেলা শুরু করেন কুঠি বাবু। ফেনীতে তার বাড়ি। ভাগ্য অন্বেষনে ঢাকায় আসেন, সেখানে টেবিলে বই রেখে তিন বছর একাই বইমেলা করেন। এরপর বাংলা একাডেমি ১৯৭৪ সালে বইমেলা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বই মেলার উদ্বোধন করেছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার মোছাম্মাত নাজমানারা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচারক দেবজিৎ সিংহ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়ার এ বইমেলা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। মেলায় ৩৪ টি স্টলে বিভিন্ন লাইব্রেরির প্রতিষ্ঠান বইমেলায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এনইউ/ওএইচ/