সোমবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চারগাছ বাজার এলাকার আমির হোসেন শিশু ও জেনারেল নামে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার দেলী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রেজাউল করিম (৪০) একই গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে কুলসুম আক্তার (২৪)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ বাংলানিউজকে জানান, চারগাছ বাজারে আমির হোসেন শিশু ও জেনারেল হাসপাতালের কয়েকজন ভুয়া চিকিৎসক ভুল চিকিৎসা দিয়ে অসহায় মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতাল থেকে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
এনটি