চকরিয়ায় ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দ
কক্সবাজার: বিদেশ থেকে ভর্তুকি দিয়ে সরকারের আমদানিকৃত উন্নতমানের ২০ মেট্রিক টন চাল পাচারের সময় কক্সবাজারের চকরিয়া উপজেলার মালমুঘাট থেকে জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম পাচারের সময় চকরিয়া হাইওয়ে পুলিশ শাহপরীর একটি কার্গো সার্ভিসসহ এসব চাল জব্দ করে।
চকরিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় স্থানীয় লোকজন মালুমঘাট এলাকায় একটি চালভর্তি কার্গো সার্ভিস আটক করে।
খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সরকারের আমদানিকৃত উন্নতমানের ২০ মেট্রিক টন চাল জব্দ করে। চালগুলো চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে চালগুলো জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
টিটি/এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।