ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজার তুষার (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মার্চ) সকালে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুষার বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বাংলানিউজকে জানান, সকাল ৮ টার দিকে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কে মোকামতলার আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় লাগে। এতে বাসের সুপারভাইজার তুষারসহ বেশ কয়েকজন আহত হয়।  

আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তুষার মারা যান বলেও জানান ওসি শাহিদ মাহমুদ।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমবিএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।