ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সহযোগীসহ কালু ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
কমলনগরে সহযোগীসহ কালু ডাকাত গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর থেকে সহযোগী নুরনবী চৌধুরীসহ কালু ডাকাতকে (আবুল কালাম) গ্রেফতার করেছে পুলিশ।

আবুল কালাম উপজেলার চর কালকিনি গ্রামের রহিজুল হকের ছেলে এবং নুরনবী চৌধুর একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

সোমবার (১৯ মার্চ) রাতে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক সহযোগীসহ কালু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি কালু ডাকাত দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চুরিসহ রামগতি ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।