মঙ্গলবার (২০ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলম বলেন, ওনার ব্রেন কাজ করছে না।
তিনি বলেন, আফসানা খানমের অবস্থা এখনো আশংকাজনক। গতকাল থেকে তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত কারো ন্যাচারাল ডেথ না হয় তাকে আমরা ডেথ ঘোষণা করতে পারি না।
বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়ার প্রয়োজন আছে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ওনার সুস্থতার জন্য চিকিৎসা পদ্ধতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। তবে এখন বিদেশে নেওয়া কোনোভাবেই সম্ভব না। তবে প্রয়োজন হলে বুধবার বোর্ড বসিয়ে আবার চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেব।
বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএসি/এএ