মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার চেইন্দার আব্দুল হকের ছেলে ছৈয়দুল আমিন, টেকনাফের সিলবনিয়াপাড়ার মৃত ঈসমাইলের ছেলে মো. রফিক, টেকনাফের পল্লানপাড়ার মৃত শফির চেলে এনাম উদ্দিন রুবেল, চকরিয়া উপজেলার বদরখালীর মৃত নুরুজ্জামানের ছেলে শাহ নেওয়াজ ও টেকনাফের লম্বরীপাড়ার তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) দীলিপ কুমার ধর বাংলানিউজকে জানান, ২০১২ সালের ৩১ মার্চ কক্সবাজারের হিমছড়িতে ‘টমটম’ চালক জহিরুল আলমকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় রামু থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচার শেষে দুপুরে আদালত ওই মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিটি/এসআরএস