ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যান্ত্রিক ক্রটি, সৈয়দপুরে নামতে পারেনি বিমানের ফ্লাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
যান্ত্রিক ক্রটি, সৈয়দপুরে নামতে পারেনি বিমানের ফ্লাইট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট

নীলফামারী: যান্ত্রিক ক্রটির কারণে সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানটি সৈয়দপুরের আকাশে চক্কর দিয়ে মেরামতের জন্য ঢাকায় ফিরে গেছে। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে।

সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বেলা ১টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এসময় যান্ত্রিক ক্রটি দেখা দিলে সেটি ঢাকায় ফিরে যায়। মেরামত শেষ করে ফ্লাইটটি ৩টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবে।

এদিকে, ওই বিমানের ৭৪ জন যাত্রী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষ করছেন।  

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ জানান, বিমানটির যান্ত্রিক ত্রুটি সেরে বিকেলের মধ্যে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।