মঙ্গলবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে কুর্মিটোলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নান্ডা শেরপুর ঝিনাইগাতী উপজেলার মৃত মইনউদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খিলক্ষেত কুড়াতলা এলাকায় থাকতেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বাংলানিউজকে জানান, সকালে ওই ব্যক্তি হেটে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এজেডএস/এসআরএস