মঙ্গলবার (২০ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় স্থানীয় থিয়েটার কর্মীরা তনুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এদিকে, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা তনুর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে কলাভবন থেকে শোক র্যালি বের করে। যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে তারা মানববন্ধনে অংশ নেয়।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা জঙ্গলের ভেতর থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরআইএস/