মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে টাঙ্গাইল ও মির্জাপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নাসির গ্লাস কোম্পানির সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদিন বাংলানিউজকে বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ করে গ্লাসের তরল পদার্থ বের হওয়ার পাইপ ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
টিএ