ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে বাগেরহাটে প্রেস ব্রিফিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে বাগেরহাটে প্রেস ব্রিফিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি উদযাপনে বাগেরহাটে জেলা তথ্য অফিস প্রেস ব্রিফিং করেছে।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকর আলী লুলু মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মাদ ফরিদ উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ মামুন-উল-হাসান, প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার।

সহকারী তথ্য কর্মকর্তা পাভেল দাসের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফফর আহমেদ, আহসানুল করিম, সহ সভাপতি নিহার রঞ্জন সাহাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি উদযাপনে বাগেরহাট জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের গৃহীত কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে বিকেলে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃহস্পতিবার (২২ মার্চ) বাগেরহাটে শোভাযাত্রা করার কথা জানান বক্তারা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিপিডি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের ঘোষণা দেয়। পরে শুক্রবার (১৬ মার্চ)  জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে এ ঘোষণা সংক্রান্ত চিঠি হস্তান্তর করে সিডিপি।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।