জেলা পরিষদ চেয়ারম্যানের দফতরের সামনের অভ্যর্থনা কক্ষে মঙ্গলবার (২০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। আর অফিস বন্ধ থাকায় সে সময় কেবল নৈশপ্রহরী ছাড়া কেউ বিষয়টি বুঝতেও পারেন নি।
জানা যায়, রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ের মূল ছাদ থেকে প্রায় চার ফুটের মতো জায়গা থেকে পলেস্তার খসে পড়েছে। ওই পলেস্তারের চাপে মূল ছাদের নিচে থাকা টাইলসের ছাদেরও প্রায় ১০ ফুট অংশ খুলে পড়েছে। তবে অফিস বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরিষদের নৈশপ্রহরী মোহাম্মুদ জিয়া বলেন, তিনি ভোর ৬টার দিকে ভেতর থেকে কিছু ভেঙে পড়ার শব্দ শুনতে পান। পরে সকালে দফতর খুলে দেখা যায়, মেঝেতে ছাদের পলেস্তার ও টাইলস পড়ে আছে।
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, ভবনটি খুবই জরাজীর্ণ। তিনি নির্বাচিত হওয়ার পর নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমতিও পাওয়া গেছে। কিন্তু অর্থ বরাদ্দ মেলেনি। তবে শিগগিরই নির্মাণ কাজ শুরু করা যাবে। তখন এ ধরনের দুর্ঘটনা আর ঘটবে না বলেও আশা করেন পরিষদ চেয়ারম্যান।
এদিকে পুরনো একতলা একটি ভবনেই বর্তমানে জেলা পরিষদের কার্যক্রম চলছে। রাজশাহীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত এ ভবনটি আগে জেলা পরিষদের একজন সহকারী প্রকৌশলীর কার্যালয় ছিলো।
ওই সময় রাজশাহী জেলা পরিষদের কার্যালয় ছিলো মহনগরীর কোর্ট এলাকায়। ২০১০ সালে এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়। এরপর থেকে মহানগরীর শ্রীরামপুরের এ ঝুঁকিপূর্ণ ভবনটিতেই শুরু হয় জেলা পরিষদের কার্যক্রম।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এসএস/জেডএস