মঙ্গলবার (২০ মার্চ) সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মণি চাকমাসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এতে সভাপতিত্ব করেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ও জেলা তথ্য অফিসার মো. হাসিবুল হাসান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
আরবি/