মঙ্গলবার (২০ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
রোকন জামালপুর সরিষাবাড়ি উপজেলার সুলতান মিয়ার ছেলে। বর্তমানে তিনি মান্ডা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
মৃতের বন্ধু মো. রুবেল বাংলানিউজকে জানান, তার বন্ধু রোকন পেশায় একজন সিএনজি চালক ছিলেন। সকালে বাসায় সিডি প্লেয়ার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয় রোকন। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক ( এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, ৯০ শতাংশ বার্ন নিয়ে রোকনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এজেডএস/এসআরএস