রোববার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকুয়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামের পাশে স্থানীয় মরা ধলায় নদীতে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- মিজানুর রহমান (৬) ও আকাশ (৫)।
স্থানীয় ঢাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, নদীর পাশে ওই দুই শিশু খেলছিল। পরে হঠাৎ করেই তারা নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএএএম/এএটি