তবে এ ঘটনায় সাজ্জাদের বাবা ইউসুফ মিয়া (৪৫), দুই ভগ্নিপতি মনির হোসেন (৩৫) ও রহমানকে (৩২) আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) রাত ও রোববার (২০ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে শনিবার দুপুরে শহরের বাঘমারা এলাকায় স্থানীয় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সিনথির পিঠে ছুরিকাঘাত করে বখাটে সাজ্জাদ। এ সময় তার ছোট ভাই কাউসারকেও পিঠে কামড় দেয় বখাটেরা।
স্কুলছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায় সময়ই ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে প্রেম নিবেদন করতো সাজ্জাদ। কিন্তু ওই শিক্ষার্থী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সাজ্জাদ তাকে ছুরিকাঘাত করে।
তিনি আরও জানান, এ ঘটনায় রোববার দুপুরে স্কুলছাত্রীর বাবা ফারুক আহমেদ বাদী হয়ে সাজ্জাদসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমএএএম/আরবি/